| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য আওয়ামী লীগ বিদায় নিলেই দেশে শান্তি আসবে : কর্নেল অলি


আওয়ামী লীগ বিদায় নিলেই দেশে শান্তি আসবে : কর্নেল অলি


রহমত নিউজ ডেস্ক     20 July, 2023     08:22 AM    


লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, আমরা যেদিন কর্মসূচি পালন করি, ওই দিন শান্তি সমাবেশের নামে সরকার সারা দেশে অশান্তির পরিবেশ তৈরি করে। আওয়ামী লীগ শান্তি নয়, অশান্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ বিদায় নিলেই দেশে শান্তি আসবে। অতীতে কোনো স্বৈরাচার সরকারই দমন-পীড়ন চালিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি। বর্তমান ক্ষমতাসীনেরাও গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। তাদের পতন হবেই। জনগণের ভোটের অধিকার ছিনিয়ে, গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ বাকশাল কায়েম করতে যা করার, সবই করেছে। তাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প কিছু ভাবছি না।

বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর এফডিসি-সংলগ্ন এলডিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা–পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। পদযাত্রায় এলডিপির কেন্দ্রীয় নেতা নেয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ, সাকলায়েন, মাহে আলম চৌধুরী, মাহবুবুর রহমান, কারিমা খাতুন, বিল্লাল হোসেন, আবুল হাশেম, মেহেদী হাসান, আলী আজগর বাবু, ওমর ফারুক, মো. সোলায়মান, সাহাদাত হোসেন, অবাক হোসেন, সাদিকুর রহমান, আমান সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন। খিলগাঁওয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। হাতিরঝিলের পাশ দিয়ে মগবাজার মোড়, মৌচাক, মালিবাগ হয়ে খিলগাঁও ফ্লাইওভারের নিচে গিয়ে শেষ হয়।